সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না, আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করুন: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছেন তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছেন যিনি বিদেশভ্রমণ করেছেন ২০ বছর এবং এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন।'

'তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি (নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান) আর কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না,' বলেন সালাহউদ্দিন।

বিএনপির এই নেতা আরও বলেন, 'আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা পরিষদের মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। আমরা ইচ্ছা প্রকাশ করেছি। যদি সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার করতে চান, সংস্কার হবে না।'

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

সালাহউদ্দিন বলেন, 'সংস্কারের যেগুলোর জন্য ন্যাশনাল কনসেনসাস হবে, সেগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন, আমাদের বলেন।'

তিনি বলেন, 'শুধু যেসব সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐকমত্য হবে, সেগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং, সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন, কয়টা সংস্কার করেছেন?'

'কোন ডিপার্টমেন্টে কোন আইনে যে সংস্কার আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব সেসব করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐকমত্য, অপেক্ষা করার কোনো দরকার নেই,' বলেন তিনি।

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনের কিছু সংস্কারের বিষয়ে বিএনপি একমত হয়েছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন।

জাপানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'শুনেছি আজ নাকি একটা বক্তৃতা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি নিক্কেই ফোরামের আমন্ত্রণে বিদেশে গেলেন। তিনি অবশ্য দেশে কম কথা বলেন, বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি।'

'সেখানে তিনি বলেছেন যে, মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছি, আমি অনলাইনে পড়ে আসলাম, যদি ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে এটা তার বক্তব্য।'

'আমাদের কথা হলো, চ্যারিটি বিগেইনস অ্যাট হোম। আমরা বলছি, আপনি আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন,' বলেন সালাহউদ্দিন।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'সংস্কারের বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দেবেন না।'

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

11h ago