আজ ঢাকার যেসব এলাকায় আ. লীগ-বিএনপির কর্মসূচি

রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে বিএনপি। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগও আজ ঢাকার বিভিন্ন প্রবেশমুখে 'শান্তি সমাবেশ' করার ঘোষণা দিয়েছে। তারা অবস্থান নেবে টঙ্গি ব্রিজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ, শনিরআখড়া-ধোলাইপাড়, আবদুল্লাহপুর-গাবতলী এলাকায়।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামীকাল সকাল ১১টা থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যুবলীগ শান্তি সমাবেশ করবে।'

অনুমতি নেই ডিএমপির

আজ শনিবার কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ডিএমপির অনুমতি নেয়নি।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago