সাভারে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। ছবি: স্টার

সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেলে সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৩০-৩৫ জনের একটি মিছিল থেকে প্রথমে মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়। 

মিছিলটি নিরিবিলি বাসস্ট্যান্ড থেকে র‍্যাব ক্যাম্পের দিকে গিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয়। ফিরে যাওয়ার যাওয়ার সময় পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসব তথ্য নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক ও ডিউটি অফিসার আফরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির মিছিল থেকে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।'

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

বাস ভাঙচুরের অভিযোগের বিষয়ে স্থানীয় কোনো বিএনপি নেতার বক্তব্য পাওয়ায় সম্ভব হয়নি। 

আজ শনিবার রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

Comments