আগামীকাল জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গত ২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল।

জানতে চাইলে ডেপুটি কমিশন (মিডিয়া) ডিএমপি ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

তিনি বলেন, 'সে কারণেই তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

গত ২৪ জুলাই জামায়াতে ইসলামী ২৮ জুলাই সারাদেশের প্রধান শহরে সমাবেশ, ৩০ জুলাই বিভাগীয় শহরে এবং ১ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশ করার ঘোষণা দেয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তিন দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

তবে সূত্র জানায়, জামায়াতকে কোনো অডিটোরিয়াম বা হল রুমে সভার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

জামায়াতের এক কেন্দ্রীয় নেতা ডেইলি স্টারকে বলেন, ডিএমপি অনুমতি না দিলে তারা সমাবেশ করবেন না। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'আমরা অন্য একটি উপযুক্ত তারিখে সমাবেশ করার জন্য ডিএমপিতে আবেদন করব।'

তিন দফা দাবিতে গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে জামায়াত।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

2h ago