তারেক-জোবাইদার সাজা

বৃহস্পতিবার সারা দেশে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের সমাবেশ, নয়াপল্টনে শুক্রবার

তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল।

আদালত রায় ঘোষণার পর আজ তাৎক্ষণিকভাবে ঢাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল শেষে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল ঢাকা ছাড়া দেশের অন্যান্য জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পরদিন শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। 

নয়াপল্টনে শুক্রবার দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

রায় ঘোষণার পর আজ বুধবার প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'অবৈধ আওয়ামী সরকারের ফরমায়েশী রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো। বিচার বিভাগের দলীয়করণের এটা আর একটি নিকৃষ্ট নজীর।' 

আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই রায় দেন।

দুর্নীতি মামলার এই রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক।

 

Comments

The Daily Star  | English

Rubber imports rose 33% last fiscal year

Bangladesh’s rubber imports surged by 33 percent year-on-year in the fiscal year 2024-25 (FY25), as local industries faced shortages due to supply disruptions from domestic producers.

13h ago