‘কানাডার আদালতের নির্দেশনা সূত্রে মিথ্যা সংবাদ প্রচারের আনুষ্ঠানিক ব্যাখ্যা দরকার’

রাজপথের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখতে দলের মিডিয়া সেল সদস্যদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের মিডিয়া সেল সদস্যদের মতবিনিময়। ছবি: সংগৃহীত

রাজপথের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখতে দলের মিডিয়া সেল সদস্যদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় দলের মিডিয়া সেল সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, 'সরকার পরিকল্পিতভাবে বিচারালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বিএনপিকে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার টার্গেট করে।'

উদাহরণ হিসেবে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তিনি বলেন, 'কানাডার একটি আদালতের নির্দেশনাকে সূত্র ধরে অনেক গণমাধ্যম মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে। এ ধরনের বিকৃত সংবাদ তারা কীভাবে প্রকাশ করেছে, তার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা নেওয়া দরকার।' 

এই পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির মিডিয়া সেলকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

মতবিনিময়কালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন মির্জা ফখরুলের কাছে সেলের তৎপরতা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শাম্মি আক্তার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

 

Comments