জামায়াতকে আগামীকালের সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা আল মামুন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। বায়তুল মোকাররমের ফটকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, ওই সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ কারণেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৩ দফা দাবিতে গত ২৪ জুলাই ঢাকায় এই সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। গত ২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়।

প্রথম দফায় সমাবেশের অনুমতি না পাওয়ার পর জামায়াতের এক কেন্দ্রীয় নেতা ডেইলি স্টারকে বলেছিলেন, ডিএমপি অনুমতি না দিলে তারা সমাবেশ করবেন না।

উল্লেখয়, ৩ দফা দাবিতে গত ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে জামায়াত। গত ১০ বছরের মধ্যে ঢাকায় সেটিই ছিল দলটির প্রথম সমাবেশ।

 

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

9h ago