বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত ইয়াও

বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত ইয়াও
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (বাম থেকে) | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, 'চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।'

পরিকল্পনামন্ত্রী বলেন, 'আমাদের প্রত্যাশা আরও উদার হবে তারা। আমাদের আরও শুল্কমুক্ত আমদানির সুযোগ তারা দেবে। বিশেষ করে এলডিসি উত্তরণের পরে একটা গ্যাপ আসবে এখানে, সেখানে তারা আমাদের পাশে থাকবেন।'

Comments