খালেদা জিয়া অসুস্থ, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে: মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির পদযাত্রায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এমরান হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেছে বিএনপি।

বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া পদযাত্রা কাকরাইল ও শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে দুপুর থেকে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, 'যদি তার কিছু হয়, সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে।'

ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুল হকসহ ৬ ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দিতে হবে।

চার দিনের টানা কর্মসূচির শেষ দিনে আজ সারাদেশে শহর, জেলা ও উপজেলা পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।

এর আগে গত ১৬ আগস্ট খালেদা জিয়ার আরোগ্য কামনায় সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল। পর দিন ১৭ আগস্ট খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে প্রচারপত্র বিলি। একই দাবিতে ১৯ আগস্ট শনিবার সারা দেশে পদযাত্রা এবং ১৮ আগস্ট সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করে বিএনপি।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago