বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই শান্তি সমাবেশ শুরু হয়।

'বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের' বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সমাবেশ বিকেল ৩টায় শুরু করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা সাড়ে ৩টায় শুরু হয়। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে এসে যোগ দিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

Comments