৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জি এম কাদের

লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি: স্টার

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি।

তিনি বলেন, 'এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতিমুক্ত ভালো প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে।'

আজ শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে জি এম কাদের বলেন, 'দেশের মালিক জনগণ। অথচ এই আইনের মাধ্যমে জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করে কঠিন শাস্তির আওতায় রাখা হয়েছে। একইভাবে বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে ও গণতন্ত্রকে হত্যা করছে। এই সরকার জনগণের জবাবদিহিমূলক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে।'

তিনি আরও বলেন, '১৯৯০ সালের পর থেকে যখনই যে ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এই সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কেউই জনগণের হৃদয় থেকে জাতীয় পার্টিকে, লাঙ্গল প্রতীককে মুছে ফেলতে পারেনি। বরং আজকে সেই লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি আরও উজ্জীবিত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে।'

সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গলসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহিদ হাসান লিমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Comments

The Daily Star  | English

5 killed as bus hits ambulance on Dhaka-Mawa Expressway

The accident occurred around 11:30am when the bus hit the ambulance parked on the expressway at Nimtola.

2h ago