বিএনপি অনুমতি ছাড়া সমাবেশ করলে খবর আছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এ সরকারকে অবৈধ বলেন, কিন্তু মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। না নিলে খবর আছে। অনুমতি না নিলে পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।'

আজ শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে এই কথা বলেন তিনি।

বর্তমান সরকার অবৈধ হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে কেন বারবার আবেদন করা হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বারবার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি সরকারের কাছে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা এই আবেদনের ওপর রোববার মতামত দেবে আইন মন্ত্রণালয়।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আবার কারাগারে গিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, 'আজকের এই কৃষক সমাবেশে দাঁড়িয়ে আমি বিএনপিকে জিজ্ঞেস করতে চাই—৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? ভুয়া আল্টিমেটাম, এক দফা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, আন্দোলন ভুয়া, ক্ষমতা দখল ভুয়া।'

'তারা (বিএনপি) বলে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে; সেদিন আর বেশি দূরে না বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় হয়েছে।'

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, স্বচ্ছ নির্বাচন নিরাপদ নয়, মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। ওরা ৭১ এর বাংলাদেশ চায় না। ওরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ, ওরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ।'

তিনি বলেন, 'সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা। খেলা হবে। প্রস্তুত হয়ে যান, নেত্রী আসছেন। আপনাদের ডাক দিবেন, যখনই ডাক দেবেন রাস্তায় নেমে আসতে হবে। যারা রাস্তা দখল করতে আসবে তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আগুন জ্বালিয়ে দেব, যারা মারতে আসবে তাদের হাত ভেঙে দেব।'

'শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, বাংলাদেশকে আমরা আর অন্ধকারে ফিরে যেতে দেব না। বাংলাদেশে ক্ষমতার মসনদে শেখ হাসিনা ছাড়া গণতন্ত্র নিরাপদ নয়, শেখ হাসিনা আছে বাংলাদেশ অনেক শান্তিতে আছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago