রাজনীতি
বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ

কালাকচুয়ায় সমবেত হাজারো বিএনপি নেতাকর্মী

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: খালিদ নজরুল/স্টার

অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী লংমার্চে অংশ নিয়ে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী কৃুমিল্লার বুড়িচং থানার কালাকচুয়ায় সমবেত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকা থেকে সমাবেশের উদ্দেশে রওনা দেন। তাদের সঙ্গে যোগ দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় ইউনিটের নেতাকর্মীরা।

কুমিল্লা সিটি বিএনপি ও কুমিল্লা দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকাল ৯টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা বিলম্বিত হয়।

Comments