এ মাটি আপনাদের, নিজেদের ছোট মনে করবেন না: সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী

এ মাটি আপনাদের, নিজেদের ছোট মনে করবেন না: সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, এখানে সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন।'

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার দুপুরে গোপীবাগে রামকৃষ্ণ আশ্রমে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন আবার ইসরায়েল-প্যালেস্টাইন, এসব কারণে স্যাংশন-কাউন্টার স্যাংশনে সারা বিশ্বব্যাপী মুদ্রস্ফীতি দেখা দিয়েছে। একই ধাক্কাটা আমাদের সামাল দিতে হচ্ছে। তবে শুরু থেকেই একটি কাজ আমরা করেছি, সকলকে আহ্বান করেছি, এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। খাদ্যের যেন কোনো অভাব আমাদের না হয়। কারও কাছে হাত পাততে না হয়। আমি সত্যিই আনন্দিত, আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই যেখানে যেখানে অনাবাদি জমি ছিল যার যা ছিল, সবাই চাষবাস করছে।'

তিনি বলেন, 'সবাইকে আহ্বান করব, বিশ্বব্যাপী প্রচণ্ড খাদ্যমন্দা। আমি নিজেও অনেকগুলো দেশে ইতোমধ্যে গিয়েছিলাম—দেখেছি সেখানে কী রকম সব জিনিসের দাম বেড়েছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এ রকম একটা অবস্থার মধ্যে আজকে যখন দুর্গাপূজা হচ্ছে। করোনার মধ্যে আসতে পারিনি। এবার আসতে পেরে আমি খুবই আনন্দিত।'

শেখ হাসিনা বলেন, 'আপনারা সুন্দরভাবে পূজা সম্পন্ন করবেন, সেই সাথে সাথে আশীর্বাদ করবেন সুজলা-সুফলা বাংলাদেশ; গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ এবং আমাদের মানুষ যেন খেয়ে-পরে সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। আমরা যেন তা পূরণ করতে পারি। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, ২০২৬ থেকে সেই কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি।'

তিনি বলেন, 'আমাদের সকল ধর্মের সকলে একসঙ্গে আমরা এই মাতৃভূমির জন্য কাজ করব। আর এই দেশ সকলেরই। আপনারা কখনো নিজেদের ছোট মনে করবেন না। সব সময় মনে করবেন, এই মাটি আপনাদের। এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, এখানে সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন।

'অন্তত আমরা ক্ষমতায় থাকতে এটুকু বলতে পারি, সে নিশ্চয়তা আমরা অবশ্যই দিয়ে থাকি এবং দেবো—পাশে আমরা থাকব,' বলেন শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Türk concerned over changes in Bangladesh's legislation banning activities of parties

"This [the changes in legislation] unduly restricts the freedoms of association, expression, and assembly," says the UN high commissioner for human rights

1h ago