গণফোরামের ইমেরিটাস সভাপতি হলেন ড. কামাল হোসেন

ড. কামাল হোসেনের সম্মানে এ পদ সৃষ্টি করা হয়েছে।
dr kamal hossain
ড. কামাল হোসেন। ফাইল ছবি

বাংলাদেশের সংবিধানের স্থপতি ড. কামাল হোসেনকে আজীবনের জন্য ইমেরিটাস সভাপতি নির্বাচিত করেছে গণফোরাম কাউন্সিল।

ড. কামাল হোসেনের সম্মানে এ পদ সৃষ্টি করা হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মফিজুল ইসলাম খান সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দলের নেতারা জানান, ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠার পর থেকেই দলের সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন দলের এক নেতা।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, 'গণফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের সদস্যদের নিয়ে জাতীয় সংকট নিরসনে কাজ করেছেন।'

'আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, তথা গণফোরাম-এর সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি', বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, 'আমি ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখার চেষ্টা করব।'

Comments