অবরোধ

গাজীপুরে বেকারির পিকআপ ভ্যানে আগুন

সকাল ৭টায় এই ঘটনা ঘটে।
গাজীপুরের হাড়িনাল এলাকায় বেকারির রুটি বহনকারী একটি পিকআপ ভ্যানে মঙ্গলবার সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকায় বেকারির রুটি বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।

জয়দেবপুর সদর থানার ডিউটি অফিসার এ এস আই আজিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবপুর কাপাসিয়া সড়কের হাড়িনাল বাজার সংলগ্ন মাদরাসার পাশে দাঁড়ানো অবস্থায় বেকারির খাবার বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে রুটি বোঝাই পিকআপটি পুড়ে যায়।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ এস আই আজিজুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু হয়েছে। অপরাধী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments