বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

গ্রেপ্তার দুইজনকেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. হারুন-অর-রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত সোয়া ৮টার দিকে মির্জা আব্বাসকে শাহজাহানপুর ও আলালকে কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজনই পুলিশ হত্যার ঘটনায় পল্টন থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার দুইজনকেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানান হারুন-অর-রশীদ।

এর আগে গত রোববার গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যায় ডিবি। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Comments