ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মেনে নেবো না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়াকে যেকোনো মূল্যে মুক্ত করতে হবে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'এই সরকারের প্রতিটি কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী বিদেশিদের তাবেদারি করছেন। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য তারা কিছুই করতে পারছেন না।'
তিনি বলেন, 'আমাদের কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, ট্যাক্সের টাকা—লুট করে আপনার বিদেশে থাকা ছেলেদের দামি দামি গাড়ি কিনে দেবেন। এনবিআর সদস্য মতিউরের ছেলে বিদেশের দামি গাড়ি চালাবে, দামি ফ্ল্যাটে থাকবে, আর আমার দেশের কৃষক তাদের শস্যের ন্যায্যমূল্য পাবে না।'
তিনি আরও বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে দেশের মানুষ পাগল হয়ে গেছে। আপনারা অপকর্ম করছেন, আর সার্বজনীন পেনশন স্কিম করছেন। দেশের কোষাগারের টাকা শূন্য হয়ে গেছে। এখন অন্যের পকেট কেটে তাদের টাকায় কোষাগার ভরতে হবে।'
কোটা আন্দোলন বিষয়ে মির্জা আব্বাস বলেন, 'ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি। আমার বন্ধুরা লেখাপড়া শেষে যথারীতি চাকরি করছে। যে লেখাপড়া ভালো করবে, সে আগে যাবে, চাকরি পাবে। কোটা কার জন্য? যদি বলেন মুক্তিযোদ্ধা কোটা—তাহলে শতভাগ দেন। কিন্তু কয়জন প্রকৃত মুক্তিযোদ্ধা জীবিত আছেন? ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মেনে নেবো না। এখানে আমাদের আপত্তি আছে।'
তিনি বলেন, 'প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দেন। এটা তাদের প্রাপ্য। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া আমাদের কাম্য। এই কোটা ব্যতীত মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। তা না হলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। সুতরাং শিক্ষার্থীদের কোটা আন্দোলন ভুল পথে যাচ্ছে না। তারা সঠিক পথেই আছে।'
খালেদা জিয়াকে বিনাদোষে জেলে আটকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এই অবস্থায় যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে তিনি কোনোদিনই মুক্তি পাবেন না, এই দেশের গণতন্ত্র মুক্তি পাবে না, এই দেশের মানুষ মুক্তি পাবে না, এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। তাকে যেকোনো মূল্যে মুক্ত করতে হবে। আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করতে হবে।'
মির্জা আব্বাস দাবি করেন, 'বিনাদোষ বিএনপি নেতাদের নামে মামলা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। যিনি গ্রেপ্তার করেন, তিনিও জানেন নির্দোষ; যিনি চার্জশিট দেন, তিনিও জানেন নির্দোষ; আবার যিনি রায় দেন, তিনিও জানেন নির্দোষ। কিন্তু কার আদেশে, নির্দেশে এসব করছেন?'
Comments