রাজনীতি

অবরোধে গাড়ি নিয়ে নামলেই ‘নাস্তার প্যাকেট’

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরিষাবাড়ীর শিমলা বাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসব প্যাকেট বিতরণ করা হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে চালকদের নাস্তার প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অবরোধ ভেঙে যানবাহন নিয়ে রাস্তায় নামলেই আওয়ামী লীগের সংসদ সদস্য মুরাদ হাসানের পক্ষ থেকে চালকদের খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরিষাবাড়ীর শিমলা বাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাঁচ শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

সংসদ সদস্য মুরাদ হাসানের পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল এসব প্যাকেট বিতরণ উদ্বোধন করেন।

এসব প্যাকেটে সিঙারা, মিষ্টি, কলা ও নিমকি দেওয়া হয়েছে।

পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এমপি মুরাদের নির্দেশে তার কর্মী-সমর্থকরা মাঠে তৎপর রয়েছে। যারা অবরোধে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের জন্য উপহার হিসেবে নাস্তার প্যাকেট তুলে দেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য মুরাদ হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, অবরোধে গাড়ি নিয়ে চালকদের রাস্তায় নামতে উৎসাহ দিতে তাদেরকে নাস্তার প্যাকেট দেওয়া হচ্ছে।

Comments