এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: কাদের

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

আজ বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। তিনি যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান জানিয়ে পাঠানো চিঠি ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন।

চিঠি প্রসঙ্গে কাদের বলেন, 'তার নিজের যে কথা, সেটা তিনি আগেও বলেছেন। সেটা হলো—একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং পূর্বশর্ত ছাড়া সংলাপ। এই চিঠি বিষয়বস্তু নিয়ে আমার পার্টির প্রেসিডেন্ট এবং নির্বাহী কমিটির সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। কারণ আমাকে যদি জবাব দিতে হয়, আমার পার্টি চিন্তা-ভাবনা, দৃষ্টিকোণ থেকে আমরা চিঠির জবাব দেবো।'

তিনি বলেন, 'সময় খুব কম। যে কোনো সময়, যে কোনো দিন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ-শিডিউল ঘোষণা করবে। শিডিউল ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এমতাবস্থায় আমাদের মতো দেশে ডায়ালগ যদি করতে হয়; ডায়ালগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না! ডায়ালগ এমন না দুটি দলের সঙ্গে শুধু করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে। ডায়ালগ করলে শতাধিক দলের সঙ্গে করতে হবে।

'এই সময়ে কখন ডায়ালগ হবে, কখন নির্বাচনী প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ডায়ালগের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম, শর্তযুক্ত কোনো ডায়ালগের বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি না। তারা তাদের একদফা দাবি প্রত্যাহার করুক। তারপর আমরা চিন্তা-ভাবনা করে দেখব। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কাজেই সিদ্ধান্ত গ্রহণে সময়টা একটা বিরাট ফ্যাক্টর,' বলেন তিনি।

চিঠির বিষয়ে দলের সভাপতির সঙ্গে কবে আলাপ করবেন জানতে চাইলে ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের বলেন, 'পারলে আজকেই আলাপ করব।'

বিএনপি তাদের একদফা দাবি প্রত্যাহার করলে আপনারা সংলাপের বিষয়ে ভেবে দেখতে চেয়েছিলেন। আপনি বলছেন সে সময় পেরিয়ে গেছে। তাহলে কি সংলাপের সম্ভাবনা নেই, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, 'কোনো ডেমোক্র্যাটিক পলিটিক্যাল পার্টি, যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে; তারা সংলাপ চায় না—এমন কথা বলতে পারে না কিন্তু একটা সময় আছে। আজকে ইলেকশনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে? আমি সে কথা বলেছি।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।'

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

11h ago