ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
ইসি সচিব জাহাংগীর আলম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

কমিশনের প্রস্তুত করা রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

তিনি আরও বলেন, 'ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না।'

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের অবহিত করব।'

তিনি আরও বলেন, 'আপনারা জানেন ৭০ এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটারই তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।'

সংলাপে বসার আহ্বান জানিয়ে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে মার্কিন কূটনীতিক ডোনাল্ড ‍লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই না, কোনো প্রভাব পড়বে না।

'প্রথমত, সংলাপের চিঠি কি না এটা তো কমিশন অবহিত নয়। কারণ কমিশনের কাছে কিছুই আসে নাই। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে, সেই রোড ম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে,' বলেন তিনি।

অনেক রাজনৈতিক দল তফসিলকে প্রতিহত করতে চাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনারা বাড়তি কী প্রস্তুতি নিয়েছেন—জানতে চাইলে জাহাংগীর বলেন, 'আমরা সত্যি এ জাতীয় কোনো হুমকিতে নাই। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে যখন কমিশন সভা করেছে, সেখানে তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা সেটা প্রতিপালন করবে।'

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো বাড়িতে নিরাপত্তা থাকছে কি না জানতে চাইলে ইসি সচিব পাল্টা প্রশ্ন করেন, 'আপনারা এখানে আসার ক্ষেত্রে কোনো বাধা পেয়েছে?'

তিনি আরও বলেন, 'এটা সত্যিকার অর্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে, তারা কী উদ্যোগ নিয়েছেন। কী প্রস্তুতি নিয়েছেন।'

Comments

The Daily Star  | English
Interest rate on loans by sector

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

9h ago