মনোনয়নপত্র কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

মৌলভীবাজার জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী এ তথ্য জানান।
মৌলভীবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী এ তথ্য জানান।

তিনি বলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে দলের নির্দেশনা অমান্য করায় এবং সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান জানান, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে নির্বাচনে অংশ নিতে ঢাকায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন।

Comments