জাতীয় পার্টির মনোনয়ন

রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী জি এম কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে।
জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: ফাইল ফটো

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে।

জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৮ আসনে। শেরীফা কাদের বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি।

জাতীয় পার্টি মনোনয়নপ্রাপ্তদের যে তালিকা দিয়েছে তাতে ময়মনসিংহ-৪ ফাঁকা রাখা হয়েছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এখনো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

গতকাল আওয়ামী লীগ সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

 

Comments