২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

বাসে আগুন
বাসে আগুন। ফাইল ছবি

গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়০ সারাদেশে ৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫টি, আশুলিয়ায় ১টি ও ফেনীতে ১টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেট কার রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এসব যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি।

 

Comments

The Daily Star  | English
corruption-extortion-illustration-biplob-chakroborty

‘Now it’s our turn’ mindset fuelling abuse of power: TIB

While reforms are publicly touted, an ongoing culture of dominance, illegal occupation, and extortion resulting from "power abuse" by certain political parties is undermining public aspirations to build a democratic "New Bangladesh", it says

1h ago