জিএম কাদের জাপার পার্লামেন্টারি নেতা নির্বাচিত
জাতীয় পার্টির (জাপা) পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির (জাপা) পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় তাকে নির্বাচিত করা হয়।
পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
Comments