বেনজীরকে বাঁচাতে সরকারই তাকে বিদেশে পাঠিয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, 'সাবেক আইজিপি ও সাবেক র‍্যাব প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি। হিন্দুদের জায়গা দখল করেছেন। সরকার তাকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে।'

মির্জা ফখরুল আরও বলেন, 'দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর। এ সরকার হাজার হাজার বেনজীর-আজিজ তৈরি করেছে আর গোটা দেশটাকে গিলে খাচ্ছে তারা।'

বিএনপি মহাসচিব বলেন, 'চট্টগ্রামের মাটি সবসময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামের মানুষ যে লড়াই করছে তা তুলনাহীন।'

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'চট্টগ্রাম ফোরাম' এ আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি। তারা দাবি করে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, যুদ্ধ করেননি। কিন্তু পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করল, সবাই পালিয়ে ছিলেন। সেই মুহূর্তে বেতারে চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলেছিলেন, "স্বাধীনতা ঘোষণা করছি," যা স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল বাংলাদেশে। এটি অস্বীকার করার উপায় নেই।'

মির্জা ফখরুল আরও বলেন, 'আওয়ামী লীগের পাঁচ বছর ছিল দুঃশাসনের।  তারা জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে চায় এবং তার নাম মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে। তাকে চাইলেই তাকে কি মুছে ফেলা যায়।'

তিনি বলেন, 'জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সবকিছুই চালু করেছিলেন জিয়া। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী। তারা বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের-চুরির রাজত্ব তৈরি করেছে।'

আলোচনা সভায় বিএনপি মহাসচিবের বক্তব্যে বাংলাদেশি জাতীয়তাবাদের গুরুত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

 

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago