আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বিএনপির নিন্দা, ভিয়েনা কনভেনশনের বরখেলাপ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ভারতের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেন, সহকারী হাইকমিশনের হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

বিবৃতিতে ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, 'আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।'

বিএনপি মহাসচিব জানান, 'আমরা আশা করব নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যে সব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।'

 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago