৫ আগস্টের আগে দাবি ছিল স্বৈরাচার পতন, এখন সংগ্রাম রাষ্ট্র মেরামতের: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। স্বৈরাচার পতনের পর এখন সংগ্রাম রাষ্ট্রকাঠামো মেরামতের।

আজ বৃহস্পতিবার বিএনপি আয়োজিত মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।'

বিগত সময়ে বিএনপির শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।'

তারেক রহমান আরও বলেন, 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নেই সব নেতাকর্মীদের জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমনয় দুই টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।'

আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি থেমে নেই। কারণ এই দেশের অর্থ-সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'দেশের ভেতরেই হোক আর বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, তাহলে এই দেশ থেকে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। কিন্তু এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা এই দেশের জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে।'

'অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদের। আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদের প্রস্তুত করি। এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এই প্রস্তুতি অত্যন্ত কঠিন কাজ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। এটি আমার বিশ্বাস। এখন সময় প্রমাণের। প্রমাণ আপনাদের করতে হবে। দলের নেতা হিসেবে দলের কাছেই আপনাকে প্রমাণ করতে হবে এবং জনগণের কাছে প্রমাণ করতে হবে,' বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।  

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

7h ago