সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে যেন ভোটটা ঠিকভাবে দিতে পারে।

আজ সোমবার পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়। বলে আমরা নাকি ভোটের তাড়া দেই।'

'ভোটের তাড়া দেই এজন্য যে, ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী ২০১৬ সালে ভিশন বাংলাদেশ ২০৩০ দিয়েছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা তো সংস্কার।'

'সাধারণ মানুষ সংস্কার কী বোঝে না। তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি-ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Sadarghat launch terminal: Once a thriving riverport now barely afloat

As travellers increasingly opt for road-based transport, the future of the country's historic inland waterway network and its century-old launch industry hangs in the balance.

10h ago