আ. লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, তবে অন্যায়কারীদের বিচার চাই: আব্দুল আউয়াল মিন্টু

মতবিনিময় সভায় আব্দুল আউয়াল মিন্টুসহ অন্যারা। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু।

তবে দীর্ঘ প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী হত্যা, খুন, গুম ও নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার দাবি করেছেন তিনি। পাশাপাশি যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের ব্যাপারে বিএনপির কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন মিন্টু।

আজ রোববার বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাবের হলরুমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপির কিছু আসে-যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অপরাধমূলক কার্যক্রমে যুক্ত থাকার বিষয়ে তিনি বলেন, সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এক হাজার ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

তবে, এসব কর্মকাণ্ড বিএনপির লোকজন যতটা করছে, তার চেয়ে বেশি অন্যরা করেছেন বলে দাবি করেন তিনি। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে বলেও মন্তব্য করেন মিন্টু।

জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক নিয়ে মিন্টু বলেন, আওয়ামী লীগ কিংবা জামায়াত কারও সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু।

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

2h ago