পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ সংস্কার সংস্কার বলে সব ধরনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কারের কথা বলে দেরি করাটা ষড়যন্ত্র কি না, দেখতে হবে। 

আজ বুধবার বিকেলে ফেনীতে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক বলেন, 'যে হারে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এসবের লাগাম টানতে হবে। এসব বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত এটি হবে তত দ্রুত জনগণ মুক্তি পাবে।'

তিনি বলেন, 'হাজার-লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। অবশ্যই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার না হয়, স্বৈরাচারের দোসররা আরো উৎসাহী হবে।'

'শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। এই প্রশ্নে সব রাজনৈতিক দল ও নেতাকর্মীদের সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের মাটিতে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতেই হবে,' বলেন তিনি।

তারেক বলেন, 'বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে। এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে।' 

তিনি বলেন, 'শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপি ৩১ দফা দিয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কারের কথা বলেছে। কারণ বিএনপি বিশ্বাস করত একদিন স্বৈরাচারের পতন হবেই।' 

তারেক রহমান আরও বলেন, 'যতদিন দেশে মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না, ততদিন আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।'

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'কিছু মানুষ আমাদের ভেতরে নতুন করে ঢুকে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এ বিষয়ে আমাদের দলীয় নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।' 

সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, 'ইসলামের নামে রাজনীতি করেন। গণতন্ত্র হলো বিষ মাখানো দুধের মাখনের মতো। নির্বাচনে যাবেন না বলেও বিগত নির্বাচনে শেখ হাসিনার আঁচল ধরে গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মোনাফেকি করছেন। অথচ আপনারা ইশারা-ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন।'

সভায় ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা অংশ নেন।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

16h ago