সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাইলেন জামায়াত সেক্রেটারি

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: স্টার

অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব জরুরি সংস্কারের উদ্যোগ নিয়েছে তা শেষ হওয়ার পরই আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মোট ভোটের ভিত্তিতে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব রাখার পক্ষেও দলের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, 'নো ইলেকশন উইদাউট রিফর্মস। ...অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন সেটা দিতে হবে। তিনি বলে, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরা চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক।'

জামায়াত ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, 'নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।'

সংস্কারের ব্যাপারে তিনি বলেন, 'সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন।...প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।'

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে বিএনপির বিরোধিতার ব্যাপারে মন্তব্য চাওয়ে হলে তা এড়িয়ে যান গোলাম পরওয়ার। তবে তিনি বলেন, 'জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক।'

আর দলের নিবন্ধন ফিরে পেতে আদালতে 'ন্যায়বিচার' পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, 'রাজনৈতিক দল নিবন্ধনে কঠোর আইনি বিধি বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago