গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকেও দ্রুত নির্বাচনের কথা বলেছে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, এনসিপি এই সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। জাতিসংঘ ঢাকা অফিসের উদ্যোগে এই গোল টেবিল বৈঠকটি হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অংশ নেন।

'সংস্কার চলমান প্রক্রিয়া'

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, 'জাতিসংঘের উদ্যোগে একটা গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল। এখানে সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন। সংস্কার কমিশনগুলো সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে।'

তিনি বলেন, 'আমাদের একই কথা বলেছি আমরা। সংস্কার তো অবশ্যই করতে হবে… কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়।'

নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো আগে করে বাকিগুলো সংসদের মাধ্যমে করার ব্যাপারে বিএনপির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 'সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি।'

আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের জবাব কি ছিলো জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেননি।'

সংস্কারের বিষয়ে কোনো সময়সীমার কথা আপনারা বলেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওখানে টাইম ফ্রেম নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। কারণ এটা তো আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার।'

'সংস্কার কমিশনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা দিয়েছি। জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইম ফ্রেম দিতে যাবো কেনো?'

গোলটেবিল বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউএনএইটসিআরের আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী, আইএলওর কান্ট্রি ডাইরেক্টের টুমো পুটিআইনেন, ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ডমিনিকো স্কেলপেনি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানা, ইউএনওপিএসের আবাসিক প্রতিনিধি সুধীর মুরলীধরন, আইওএমের মিশন প্রধান ল্যানস বনেউ, ইউনেস্কোর প্রধান নির্বাহী পরিচালক ও ইউনিসেফের আবাসিক প্রতিনিধি গোলটেবিলে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

38m ago