সাবেক সেনা কর্মকর্তাদের ‘জনতার দল’র আত্মপ্রকাশ

‘জনতার দল’র আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশ করেছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল 'জনতার দল'।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।

দলের চেয়ারপারসন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। দলটির আদর্শ—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শামীম কামাল তার বক্তব্যে বলেন, 'আমরা বাম বা ডান দিকে তাকাব না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের লক্ষ্য নয়।'

তিনি আরও বলেন, 'আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না, আমরা সামনের দিকে তাকাতে চাই।'

আওয়ামী লীগের বিষয়ে দলটির অবস্থান কী হবে, সে সম্পর্কে কামাল বলেন, 'আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের সমালোচনা করতে চাই না। আমরা ব্যবস্থার সমালোচনা করতে চাই। আওয়ামী লীগের আগেও এই দেশে ফ্যাসিবাদ বিদ্যমান ছিল। তবে আমরা ফ্যাসিবাদকে সমর্থন করব না বা কোনো ধরনের অন্যায়কে স্থান দেবো না।'

এ ছাড়া, দলটি তরুণ প্রজন্মের সবার জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রণয়ন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

দলটির লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়া।

শামীম কামাল বলেন, 'আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।'

সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও নেটওয়ার্কের মাধ্যমে দলটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। ৭৪টি এনজিওর কর্মীর একটি নেটওয়ার্ক আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে দলটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

কামাল বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচন স্থায়ী সমাধান নয়। নতুন রাজনৈতিক ব্যবস্থাই স্থায়ী সমাধান।'

ডেল এইচ খান দলটির মুখপাত্র হবেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

21m ago