সংবিধানে ৭১-এর সঙ্গে ২৪-কে একই কাতারে রাখতে আপত্তি বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের কাছে লিখিতভাবে দলীয় মতামত হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: স্টার

সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন নিয়ে বিরোধিতার কথা জানিয়েছে বিএনপি। প্রস্তাবনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে একই কাতারে ২০২৪ এর গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি রয়েছে দলটির।

সংবিধান সংশোধন নিয়ে আজ রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথাগুলো বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমীচীন নয়। সংবিধানের আগের প্রস্তাবনাই থাকা উচিত। '২৪ এর গণঅভ্যুত্থানকে সংবিধানের অন্য জায়গায় বা তফসিল অংশে রাখা যেতে পারে। সেটা আলোচনা করে করা যাবে।

সংস্কার কমিশনের কিছু সুপারিশে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'একটি বিষয় হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। যদি এনআইডি একটি পৃথক স্বাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়, তাহলে এনআইডি-সংক্রান্ত সব সহায়তার জন্য নির্বাচন কমিশনকে বারবার ওই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হবে। আমরা মনে করি, এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।'

তিনি আরও বলেন, 'আমরা মনে করি, গণভোট নয়, জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে, সব আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।'

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago