যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদের মতলব জানতে হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো তার আগে করে নিতে হবে।

ফেনীতে ঐতিহাসিক মিজান ময়দানে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এটি আজকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, এর মাধ্যমে নির্ধারিত হবে তারা আগামীতে নির্বাচন করতে পারবে কিনা।'

'শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন প্রতিবেশী দেশে বসে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস হাজার বছরের,' বলেন তিনি।

'আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস' মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'তারা ৭৫ সালে বাকশাল করে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে। হাসিনা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কিন্তু পারেননি, হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।'

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনশৃঙ্খলা ধ্বংসের পেছনে শেখ হাসিনার দোসরদের হাত ছিল। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। উপদেষ্টাদের যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন তাদের বাদ দিতে হবে। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।'

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'যেভাবে পারেন, বাজারে পণ্য সরবরাহ বাড়ান। বাজার স্থিতিশীল করুন। সিন্ডিকেট দমন করুন। জনগণ সংস্কার বোঝে না, তারা দ্রব্যমূল্য স্থিতিশীল চায়, তারা পরিবার বোঝে সংসার বোঝে। রমজান মাসে যেন কোন জিনিসপত্রের দাম না বাড়ে। প্রয়োজনে ভ্যাট-ট্যাক্স কমিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে।' 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো তার আগে করে নিতে হবে। সংস্কার-সংস্কার বলে নির্বাচন বিলম্বিত করবেন না। বাংলাদেশে যারা অনুপাতিক ভোট চায়, বাংলাদেশ নিয়ে তাদের অনুপাত জ্ঞান নাই।'

'যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদের মতলব কী জানতে হবে। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে। সুতরাং সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

9h ago