দেশের পথে খালেদা জিয়া

ছবি: বিএনপির মিডিয়া সেল

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিসহ সফর সঙ্গীদের নিয়ে কাতারের আমিরের দেওয়া 'এয়ার অ্যাম্বুলেন্সে' করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারির থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চার মাস চিকিৎসার পর আগামীকাল তিনি দেশে ফিরছেন।

মিডিয়া সেল আরও জানিয়েছে, চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। তিন মাস লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেছিলেন ২০১৭ সালের ১৮ অক্টোবর।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago