আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা মার্চ: নাহিদ

নাহিদ ইসলাম | ফাইল ফটো

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকা শহরে মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম লিখেছেন, 'শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা।'

'ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে,' উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও লিখেছেন, 'দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।'

এর আগে আরেকটি পোস্টে নাহিদ তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

Comments

The Daily Star  | English
govt to drop wilful defaulter tag

Govt to drop wilful defaulter tag

Amendments to Bank Company Act also propose smaller boards, reducing family control

12h ago