গোপালগঞ্জে হামলার পর আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলছি নির্বাচন হতে হবে। কিন্তু আগে সংস্কার লাগবে, বিচার লাগবে। উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। আমরা সেই বাংলাদেশ চাচ্ছি।'

'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, 'আমরা নির্বাচন চাই। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চাই। শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান নয়—নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশ গড়তে চাই।'

তিনি বলেন, 'গোপালগঞ্জে আমাদের ওপর হামলার ঘটনায় আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি। আগামীতে আমরা গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে যাব। সেই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করব।'

নাহিদ বলেন, 'ইসলামবিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে। ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে ধর্মনিরপেক্ষ। এই কথা বলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে হিন্দুদের।'

'মানিকগঞ্জ বাংলাদেশে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। কিন্তু সেটা শুধু লড়াই-প্রতিরোধের ক্ষেত্রে। উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই,' যোগ করেন তিনি।

এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সভাস্থলে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করে র‌্যাব ও আনসার সদস্য।

আশেপাশের মোড়ে পুলিশের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

1d ago