আগামীকাল শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা

মাসব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচি শেষে 'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামীকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন। আজ শনিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এনসিপির নেতাকর্মীদেরকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

পোস্টের মন্তব্যের ঘরে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, এনসিপির মাসব্যাপী পদযাত্রা কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন জনপদ, গ্রাম, ও শহরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন দলটির নেতারা। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাবনা, তাদের চাওয়া-পাওয়া এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এই ইশতেহারে তুলে ধরা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট এক দফার ঘোষক নাহিদ ইসলাম এনসিপিকে নিয়ে আসছেন।

অনুষ্ঠানে ইশতেহার ঘোষণার পাশাপাশি 'জুলাই ঘোষণাপত্র ও সনদ' বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

দিনটিকে 'ঐতিহাসিক' উল্লেখ করে কর্মসূচিতে অংশ নিতে ৬৪টি জেলা থেকে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। এ লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলের তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago