চট্টগ্রামে ৪ পা নিয়ে শিশুর জন্ম
চট্টগ্রামে ৪ পা নিয়ে একটি শিশুর জন্ম হয়েছে।
মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে সেফা ইনসান হাসপাতালে শিশুটির জন্ম হয়।
কন্যাশিশুটির বাবা সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সন্তানের অতিরিক্ত পা দুটি স্বাভাবিকের তুলনায় ছোট। তবে আর কোনো শারীরিক অস্বাভাবিকতা নেই।'
সাইদুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালক হিসেবে কাজ করেন।
সেফা ইনসান হাসপাতালের চিকিৎসকরা নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও আর্থিক দুর্বলতার কারণে সাইদুল তার সন্তানকে সেখানে নিতে পারেননি বলে জানান।
তিনি বলেন, 'আমি একজন ড্রাইভার। আর্থিকভাবে স্বচ্ছল না। আমার পক্ষে সন্তানকে উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়।'
এর আগেও সাইদুলের একটি সন্তান ছিল। তবে সে জন্মের পরপরই মারা যায়।
নবজাতক সম্পর্কে হাসপাতালের চিকিৎসক এসএ ফারুক বলেন, 'দুটি পা বেশি হলেও শিশুটি সুস্থ আছে। আমরা অভিভাবককে পরামর্শ দিয়েছি তাকে উন্নত চিকিৎসার করানোর জন্য। এরকম বাঁকা পায়ের শিশুকে 'মুগুর পা' বলে। দেশে এটার চিকিৎসা আছে এবং রোগী পুরোপুরি ভালো হয়।'
Comments