অটোরিকশার হঠাৎ ব্রেক, মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

দুপুর পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি। ছবি: স্টার

উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।

আহত পুলিশ সদস্য আবদুল কাদের ডেইলি স্টারকে জানান, বাসা থেকে করপোরেশন অফিসে যাচ্ছিলেন মেয়র। সেসময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা উড়ালসড়কে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়রের গাড়িটি উড়ালসড়কে পড়ে ছিল। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সোয়া ১টার দিকে অন্য একটি গাড়িতে চড়ে মেয়রকে কার্যালয়ের দিকে চলে যেতে দেখা গেছে। তবে দুজন পুলিশ সদস্যকে দুর্ঘটনা কবলিত মেয়রের গাড়িটি পাহারা দিতে দেখা যায়।

পুলিশ হঠাৎ ব্রেক করা অটোরিকশাটি ধরতে পারেনি বলে জানান পুলিশ সদস্য আবদুল কাদের।

Comments