চট্টগ্রামে হিমাগারে মজুত ১০০ টন খেজুর ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ
চট্টগ্রামে একটি হিমাগারে মজুত ১০০ টন খেজুর সাত দিনের মধ্যে খালাস করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
নগরীর রিয়াজউদ্দিন বাজারে হিমাগারটিতে আজ অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত এ অভিযানে রিয়াজুদ্দিন বাজারের একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুর পাওয়া যায়। কয়েকজন আমদানীকারক ও পাইকারি বিক্রেতা গত আগস্ট মাস থেকে হিমাগারটিতে খেজুর মজুত করেছেন। আগামী সাত দিনের মধ্যে এই খেজুর বাজারে না ছাড়লে জব্দ করে নিলামে বিক্রয় করা হবে বলে কোল্ড স্টোরেজ মালিককে জানানো হয়েছে।
হিমাগারে অভিযান ছাড়াও, মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
Comments