বিচিত্র দিবস

প্রিয় কুকুরছানাকে জড়িয়ে ধরুন

আমরা অনেকেই বাড়িতে কুকুর পুষতে পছন্দ করি। কুকুরের সঙ্গে মানুষের সখ্যতা অনেক আগের। প্রচলিত আছে, কুকুর নিজের চেয়েও তার মনিবকে বেশি ভালোবাসে।
প্রিয় কুকুরছানাকে জড়িয়ে ধরুন আজ। ছবি: স্টার ফাইল ফটো

আমরা অনেকেই বাড়িতে কুকুর পুষতে পছন্দ করি। কুকুরের সঙ্গে মানুষের সখ্যতা অনেক আগের। প্রচলিত আছে, কুকুর নিজের চেয়েও তার মনিবকে বেশি ভালোবাসে।

কুকুরের প্রভুভক্তির হাজারো উদাহরণ আছে। সভ্যতার শুরু থেকে তারা বিশ্বস্ততার সঙ্গে মানুষের পাশাপাশি থেকে আসছে। কুকুর বাড়ি পাহারা দেওয়া থেকে শুরু করে যেকোনো বিপদে মনিবের জন্য ঝাঁপিয়ে পড়ে।

আপনিও যদি কুকুর ভালোবাসেন বা আপনার বাসায় কোনো কুকুরছানা থাকে, তাহলে আজ তাকে জড়িয়ে ধরতে পারেন। কারণ, আজ 'কুকুরছানা জড়িয়ে ধরার দিন' বা 'হাগ ইওর পাপ্পি ডে'।

এই চমৎকার লোমশ গৃহপালিত বন্ধুটি আমাদের ভালবাসা ও স্নেহ পাওয়ার যোগ্য। প্রিয় কুকুরছানাকে জড়িয়ে ধরতে কোনো কারণ লাগে না। কিন্তু, আজ যেহেতু কুকুরছানা জড়িয়ে ধরার দিন, তাই তাকে জড়িয়ে ধরতে ভুলবেন না।

যদি আপনার বাসায় কুকুরছানা না থাকে তাহলে রাস্তার কোনো কুকুরছানাকেও বাসায় আনতে পারেন, তাকে পুষতে পারেন। এতে সে একটি নিরাপদ আশ্রয়ও পাবে, প্রাণীর প্রতি আপনার ভালোবাসাও বাড়বে।

একজন মানুষ হিসেবে প্রাণীর পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব।

'হাগ ইওর পাপ্পি' দিবসটি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তাই, এই দিবসটি কতদিন ধরে চলছে বা কীভাবে এলো, তা জানা সম্ভব হয়নি।

তবুও, আজকের দিনটি প্রিয় পোষ্যের সঙ্গে উদযাপন করুন, তার সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটান।

Comments