ফ্রান্সে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ নিহত ১০

ফরাসি শহর লিওনের কাছাকাছি অবস্থিত ভক্স-এঁ-ভেলিনের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৩ থেকে ১৫ বছর বয়সী ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এ মুহূর্তে দমকল বাহিনীর ১৮০ সদস্য ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: এএফপি
এ মুহূর্তে দমকল বাহিনীর ১৮০ সদস্য ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: এএফপি

ফরাসি শহর লিওনের কাছাকাছি অবস্থিত ভক্স-এঁ-ভেলিনের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৩ থেকে ১৫ বছর বয়সী ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বরাত দিয়ে জানিয়েছে, আজ শুক্রবার সকালে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

দারমানিন জানান, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

তিনি আরও বলেন, 'সম্ভাব্য বেশ কয়েকটি কারণ রয়েছে এবং এ বিষয়ে খুব শিগগির তদন্ত শুরু হবে।' ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বলে নিশ্চিত করেন দারমানিন।

দারমানিন জানান, এ মুহূর্তে দমকল বাহিনীর ১৮০ সদস্য ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নেভানো হয়েছে এবং তিনি সেখানে যাচ্ছেন।

৭ তলা ভবনটিতে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়য়। রোন অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে।

 

Comments