আইফেল টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে হলেন গ্রেপ্তার

পুলিশ জানায়, গতকাল ভোরে আইকনিক এই স্থাপনার একটি পিলার বেয়ে ওপরে ওঠেন অজ্ঞাতনামা ১ ব্যক্তি।
আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার। ছবি: রয়টার্স
আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার। ছবি: রয়টার্স

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ার থেকে প্যারাশুট সহ ঝাঁপ দেওয়ার অভিযোগে পুলিশ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল ভোরে আইকনিক এই স্থাপনার একটি পিলার বেয়ে ওপরে ওঠেন অজ্ঞাতনামা ১ ব্যক্তি।

আইফেল টাওয়ারের ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থা সোসিয়েতে দ'এক্সপ্লয়েটেশান দে লা টুর আইফেল (এসইটিই) জানিয়েছে, টাওয়ারে প্রবেশের ১ মিনিটেরও কম সময়ের মধ্যে নিরাপত্তাকর্মীরা তাকে চিহ্নিত করেন।

টাওয়ারের কর্মীরা তাকে নিরুৎসাহিত করার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয় এবং তিনি টাওয়ারের শীর্ষ থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন।

তিনি পার্শ্ববর্তী একটি ক্রীড়াকেন্দ্রের ছাদে নিরাপদে অবতরণ করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবারের এই ঘটনায় এসইটিই একটি আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। সংস্থাটি বিবৃতিতে জানায়, 'এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ এই স্থাপনায় বা এর নিচে কর্মরত মানুষদের জন্য বিপদের কারণ হতে পারে।'

এ ঘটনার কারণে বৃহস্পতিয়ার দর্শনার্থীদের জন্য টাওয়ার প্রদর্শনী শুরু হতে দেরি হয়।

গত কয়েক সপ্তাহে আইফেল টাওয়ার ও এর আশেপাশে বেশ কয়েকবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটেছে।

এসইটিই সিএনএনকে জানায়, সোমবার আইফেল টাওয়ারের চূড়ায় রাত কাটানোর পর সকালে ২ মার্কিন নাগরিককে মদ্যপ অবস্থায় উদ্ধার করা হয়।

প্যারিসের কৌশুলির কার্যালয় জানিয়েছে, এই ২ ব্যক্তির কাছে রোববারের প্রদর্শনীর টিকিট পাওয়া গেছে। ধারণা করা হয়, অতিরিক্ত মদ্যপানের কারণে বের হয়ে আসতে না পেরে তারা আইফেল টাওয়ারে রাত কাটান।

শনিবার বোমা হামলার হুমকিতে টাওয়ার থেকে বেশ কয়েক ঘণ্টার জন্য সব লোকজন সরিয়ে নেওয়া হয়।

কতৃপক্ষ এই হুমকির মোকাবিলা করার সময় টাওয়ারের ৩টি তলা এবং সামনের খোলা জায়গা থেকে সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।

Comments