৬০ বছর গোসল না করা সেই আমু হাজির মৃত্যু

দীর্ঘ ৬০ বছর গোসল না করে বিশ্বের ‘সবচেয়ে নোংরা’ মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন ইরানের আমু হাজি। সম্প্রতি ৯৪ বছর বয়সে তিনি মারা গেছেন।
আমু হাজি
আমু হাজি। ছবি: এএফপি

দীর্ঘ ৬০ বছর গোসল না করে বিশ্বের 'সবচেয়ে নোংরা' মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন ইরানের আমু হাজি। সম্প্রতি ৯৪ বছর বয়সে তিনি মারা গেছেন।

গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর ধরে গোসল না করা আমু ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে গত রোববার মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এতে আরও বলা হয়, 'অসুস্থ হয়ে যাওয়ার' ভয়ে নিঃসঙ্গ আমু গোসল এড়িয়ে চলতেন।

'তবে গত কয়েক মাস আগে গ্রামবাসীরা আমুকে প্রথমবারের মতো গোসল করাতে নিয়ে যান' বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৩ সালে তাকে নিয়ে 'দ্য ট্রেঞ্জ লাইফ অব আমু হাজি' তথ্যচিত্র তৈরি হয়েছিল।

সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমু অসুস্থ হয়ে পড়েন।

২০১৪ সালে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসকে আমু বলেছিলেন যে, তিনি সজারুর মাংস থেকে পছন্দ করেন। প্রতিবেশীদের বানিয়ে দেওয়া ঘরের মেঝেতে তিনি গর্ত করে থাকেন।

তেহরান টাইমসকে তিনি আরও বলেছিলেন যে, তিনি পচা খাবার খেতেন ও ময়লা পানি পান করতেন।

কেউ ভালো খাবার দিলে বা গোসল করতে বললে তিনি মন খারাপ করতেন।

Comments