ইরানের ‘সফলভাবে’ স্যাটেলাইট লঞ্চার পরীক্ষা

স্যাটেলাইট-লঞ্চার
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে স্যাটেলাইট লঞ্চার ‘ঘাইম-১০০’ পরীক্ষার দৃশ্য। ছবি: ফ্রান্স টুয়েন্টিফোর থেকে নেওয়া

মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য রকেট 'সফলভাবে' পরীক্ষার দাবি করেছে ইরান।

প্রায় ৩ মাস আগে উপসাগরীয় দেশটি রাশিয়ার সহায়তায় মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল।

গতকাল শনিবার ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল তেহরান স্যাটেলাইট লঞ্চার 'ঘাইম-১০০' সফলভাবে পরীক্ষার দাবি করে।

এতে আরও বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস সংস্থার তৈরি রকেটটিতে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে।

এই রকেটটিকে ইরানের প্রথম ৩ ধাপের সলিড ফুয়েল ব্যবহারকারী স্যাটেলাইট লঞ্চার হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, এই রকেটটি ৮০ কিলোগ্রাম ওজনের স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে স্থাপনে সক্ষম।

২০২০ সালের এপ্রিলে ইরান প্রথম সফলভাবে সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের কড়া সমালোচনা করে।

গত আগস্টে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে ইরান 'খৈয়াম' স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইরানের স্পেস এজেন্সি বলেছিল, তাদের তত্ত্বাবধানে রাশিয়া স্যাটেলাইটটি তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, 'খৈয়াম'-এর মাধ্যমে ইরান বিস্তৃত পরিসরে গোয়েন্দা কার্যক্রম চালাতে পারবে।

এর মাধ্যমে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে যা বিশ্বের জন্য 'চরম হুমকি' বলে মনে করে ওয়াশিংটন।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF to continue talks with Bangladesh for near-term agreement

The global lender said such an agreement would pave the way for completing the combined third and fourth reviews

1h ago