ইরাকের কুর্দিস্তানে ইরানের হামলা, নিহত অন্তত ১

ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে এক ইরানি কুর্দি রাজনৈতিক দলের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
ইরাক
ইরাক। ছবি: আল জাজিরা থেকে নেওয়া

ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে এক ইরানি কুর্দি রাজনৈতিক দলের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আজ সোমবার ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুসারে, কোয়ে শহরের মেয়র তারিক হায়দারি গণমাধ্যমকে বলেছেন, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বিপ্লবী গার্ড 'সন্ত্রাসী' সংগঠনগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুতে ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে দেশটির বিপ্লবী গার্ড ইরাকের কুর্দিস্তানে আশ্রয় নেওয়া ইরানি কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করে আসছে তেহরান।

Comments