ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে, দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 'ব্যাপক' হতে পারে।
ছবি: রয়টার্স

ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আজ মঙ্গলবার রাতে ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 'ব্যাপক' হতে পারে।

ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নাগরিকদের নিরাপদ জায়গায় (সেফ রুম) আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরানের সম্ভাব্য হামলা ও আত্মরক্ষা নিয়ে আলোচনা করেছেন।

 

Comments

The Daily Star  | English

Israel military says Iran missile attack over, citizens can leave shelters

The Israeli military said on Tuesday the missile attack from Iran was over and people could leave air raid shelters

36m ago